Faisal Ahmed

Department of Geology and Mining, Barisal University.

রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত “Computer Programming and Data Analysis with Python” কোর্সটির মাধ্যমেই যেকোন ধরণের প্রোগ্রামিং ল্যাংগুয়েজে আমার হাতেখড়ি হয়। তবে কোর্সটি করার সময় কখনোই অনুভূত হয় নি যে প্রোগ্রামিং এ আমার কোন পূর্ব অভিজ্ঞতা নেই। এর কারণ একটিই, তা হচ্ছে- আমাদের মেন্টর জালাল উদ্দীন স্যার এর সাবলীল এবং প্রাঞ্জল উপস্থাপনা। উপরন্তু, প্রতিটি ক্লাসের বিষয়গুলো নিয়ে পরবর্তী সপ্তাহে “Interactive Session”- এ জালাল উদ্দীন স্যার এর উৎসাহে নিয়মিত অংশগ্রহণ করেছি এবং প্রেজেন্টেশনের মাধ্যমে অন্যদের সাথে নিজের জ্ঞান ভাগাভাগি করার ও ভুল থাকলে শুধরে নেবার সুযোগ পেয়েছি। কোর্সের শেষে মোঃ ইমদাদুল হক এবং সাগর চক্রবর্তী এর সাথে “Best Participant Award – 2021”- এ ভূষিত হওয়ায় প্রোগ্রামিং এর প্রতি আমার উৎসাহ এবং উদ্দীপনা  আরও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

এ রকম চমৎকার একটি সুযোগ করে দেবার জন্য রিসার্চ সোসাইটি, এবং এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জালাল উদ্দীন স্যার এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা। আশা করছি ভবিষ্যতে রিসার্চ সোসাইটির জন্যও কিছু করার সুযোগ পাব এবং অন্যান্য সকল প্রোগ্রামেও সমানভাবে অংশগ্রহণ করতে পারব, ইন শা আল্লাহ।

Md. Emdadul Haque 

Department of Geology and Mining, Barisal University.

প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কথা শুনলেই হইতো অনেক কঠিন কিছু মনে হয়, কিন্তু যদি সঠিক দিকনির্দেশনা পাওয়া যায় তাহলে শেখাটা অনেক সহজ হয়ে যায়। জীবন চলার পথে প্রতিটা মুহূর্ত নিজের কঠোর প্ররিশ্রমের পাশাপাশি একটা সুনির্দিষ্ট দিকনির্দেশনার প্রয়োজন হয়। আর এই দিকনির্দেশনা আমরা পেয়ে থাকি আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং বই পড়ে। এক্ষেত্রে আমার শ্রদ্ধেয় শিক্ষক/গুরু, রিসার্চ সোসাইটির ডিরেক্টর এবং ফাউন্ডার, মোঃ জালাল উদ্দীন সুন্দর ও সুস্পষ্ট দিকনির্দেশনার সাথে আমাদেরকে পাইথন প্রোগ্রামিং প্রাথমিক পর্যায় থেকে হাতে কলমে শিখিয়েছেন। প্রতিটা ক্লাসের সাথে একটা ইন্টেরেক্টিভ ক্লাসের আয়োজন করা হয়েছিল, যেখানে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল পূর্ববর্তী ক্লাসের বিষয়গুলো আমার মতো করে উপস্থাপন করার। হইত সেই কারনেই, একটু অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপনের দক্ষতা অর্জনের চেষ্টা আমার শেখার আগ্রহকে আরো বাড়িয়ে দিয়েছিল। আমাকে “বেস্ট পার্টিসিপ্যান্ট অ্যাওয়ার্ড -২০২১” -এ ভুষিত করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ রিসার্চ সোসাইটির কাছে। রিসার্চ সোসাইটি থেকে আমি যা পেয়েছি তা অল্প কয়টা কথায় প্রকাশ করা সম্ভব নয়।  শুধু এটুকু প্রত্যাশা ব্যক্ত করি, যেন রিসার্চ সোসাইটির সাথে থেকে আমার বাকিটা সময় অতিবাহিত করতে পারি।

ধন্যবাদ।

Sagor Chakraborty

Department of Electronics & Communication Engineering, HSTU.

প্রোগ্রামিং শব্দটির সাথে আমার পরিচয় হয় বিশ্ববিদ্যালয় জীবনে এসে। প্রথমদিকে আমার সি এর একটি কোর্স ছিলো যেটিতে আমি কিছু বুঝে ওঠার আগেই ফেল করে বড় একটি ধাক্কা খাই।এরপর আমি নিজে নিজেই সি এর ব্যাসিক বিষয়গুলো আয়ত্ত করার চেষ্ঠা করেছি।এই পুরো পথটিতে আমি যেই জিনিসটির অভাব বোধ করেছি সেটি হলো সঠিক দিকনির্দেশনা।এটি প্রোগ্রামিং ক্যারিয়ারে ভালো করতে সহায়তা করে।পাইথন সম্পর্কে আমার ধারণা খুব কম ছিলো , বিশেষ করে রিসার্চে এর ব্যবহার সম্পর্কে কিছুই জানতাম না।এই ধারণাটিই পেয়েছি আমাদের রিসার্চ সোসাইটির কর্নধার জালাল ভাই এর কাছ থেকে । উনি যেভাবে হতে কলমে আমাদের বুঝিয়েছেন সেভাবে আমি অন্তত কোথাও পাইনি।আমাদের উক্ত ট্রেনিংয়ের প্রতি ক্লাসের পর একটি সেশন ছিলো যেটিতে আমাদের ক্লাসে শিখানো বিষয়গুলো নিয়ে উপস্থাপন করা লাগতো নিজের মত।এটিতে আমি নিয়মিত অংশগ্রহণ করার চেষ্টা করেছি।মূলত এই কারণে শেখার আগ্রহ দ্বিগুণ হয়ে গিয়েছিলো।এখনো তেমন কিছুই জানিনা প্রতিদিনই শিখছি।ধন্যবাদ রিসার্চ সোসাইটিকে এমন একটি সুযোগ আমাকে দেওয়ার জন্য।এটি আমার জীবনের প্রথম এবং সেরা পুরষ্কার বলে আমি মনে করি।রিসার্চ সোসাইটির সাথে ছিলাম,আছি এবং থাকবো।

ধন্যবাদ।